ওরা হিমালয় কন্যা একত্রে দাঁড়িয়ে
নাম তাদের অপূর্ব সুন্দর প্রকাশ
ত্রিশূল, নন্দাদেবী, নন্দাকোট–আকাশ
রয়েছে নির্বাক তিন কন্যা তাকিয়ে।
ওরা যেন ডাকছে হেসে দুবাহু বাড়িয়ে
কৌশানির সবুজাভ পাহাড়ের পাশ
আমি দাঁড়িয়েছিলাম মিটে যেনো আশ
এক অজানা পুলকে গেলাম হারিয়ে।
শীতভোরে তোমাদের অনন্য রূপের
মহিমায় বিমোহিত, তুমি কত কাছে
পঞ্চাশ কি. মি. দূরত্বে, তোমার সুরের
ঝর্ণায় আলোক রশ্মি অবয়বে যাচে।
অবিচলিত অনড় তুমি মহারথী
কী বিশালতা তোমার, চাই হতে সাথী।