ওরশের টাকা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ ডিসেম্বর, ২০২০ at ১১:৩৫ পূর্বাহ্ণ

পটিয়ায় মহাসড়কে ওরশের টাকা তুলতে গিয়ে গাড়ি চাপায় মো. জিশান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার ভাইয়ারদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিশান কচুয়াই ইউনিয়নের আজিমপুর গ্রামের মো. ফারুকের পুত্র। সে আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার হযরত নুরুদ্দীন শাহ্‌ের (র.) বার্ষিক ওরশ। এ উপলক্ষে মহাসড়কে চলাচলরত গাড়ি ও মানুষের কাছ থেকে টাকা তুলছিল শিশু-কিশোররা। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার জিশানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে পুলিশ জানিয়েছে, গাড়িটি প্রাইভেটকার কিনা তারা নিশ্চিত নন। দুর্ঘটনার পর গাড়িটি কোন দিকে গেছে তাও জানতে পারেনি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের এএসআই মো. মাহবুব।

পূর্ববর্তী নিবন্ধরণধীর দেব
পরবর্তী নিবন্ধহয়রানি বন্ধে স্বর্ণ ব্যবসায়ীদের এক মাসের আল্টিমেটাম