ওয়েল পার্ক রেসিডেন্সের ইফতার ও দোয়া মাহফিল

| শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১১:২০ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান হোটেল ওয়েল পার্ক রেসিডেন্সের ইফতার ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার হোটেলটির অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ব্যবসায়ী মহল ও কর্পোরেট ব্যক্তিরা এ মাহফিলে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার এম এ মনছুর বলেন, আজকের শুভ সন্ধ্যায় আমাদের ব্যাবসায়িক পথচলার অকৃত্রিম বন্ধুসাথী ও ব্যাবসায়িক পরিবারের সবাই একত্রে মিলিত হতে পেরে আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত। আপনাদের উপস্থিতি আমাদের আয়োজনকে সফল করার পাশাপাশি আগামী দিনে সাথে চলার বন্ধনকে আরো সুদৃঢ় করবে।

আমাদের সামাজিক, ব্যাবসায়িক ও ব্যক্তি সম্পর্কের উন্নয়নের ধারাবাহিকতায় আরো সমৃদ্ধি আসবে। আগামীতেও সকলের সহযোগিতা আমাদের সাথে থাকবে এ প্রত্যাশা রাখছি। মাহফিলে আরো বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ডাইরেক্টর মনজুরুল আহসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিক কল্যাণ ফেডারেশন অটোরিকশা সেক্টরের ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধউম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানায় ঈদ উপহার বিতরণ