পবিত্র মাহে রমজান উপলক্ষে ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান হোটেল ওয়েল পার্ক রেসিডেন্সের ইফতার ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার হোটেলটির অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ব্যবসায়ী মহল ও কর্পোরেট ব্যক্তিরা এ মাহফিলে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার এম এ মনছুর বলেন, আজকের শুভ সন্ধ্যায় আমাদের ব্যাবসায়িক পথচলার অকৃত্রিম বন্ধু–সাথী ও ব্যাবসায়িক পরিবারের সবাই একত্রে মিলিত হতে পেরে আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত। আপনাদের উপস্থিতি আমাদের আয়োজনকে সফল করার পাশাপাশি আগামী দিনে সাথে চলার বন্ধনকে আরো সুদৃঢ় করবে।
আমাদের সামাজিক, ব্যাবসায়িক ও ব্যক্তি সম্পর্কের উন্নয়নের ধারাবাহিকতায় আরো সমৃদ্ধি আসবে। আগামীতেও সকলের সহযোগিতা আমাদের সাথে থাকবে এ প্রত্যাশা রাখছি। মাহফিলে আরো বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ডাইরেক্টর মনজুরুল আহসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।