ওয়াসার অনিয়ম তদন্তে কাল চট্টগ্রাম আসছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:৩৭ পূর্বাহ্ণ

ওয়াসার অনিয়ম তদন্তে আগামীকাল শনিবার চট্টগ্রাম ওয়াসা ভবনে আসছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তাফা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাভুক্ত চট্টগ্রাম ওয়াসা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে ৭ সেপ্টেম্বর (শনিবার) তদন্ত ও পরিদর্শন করবেন মহাপরিচালক মো. মাহমুদুল হাসান। গত কয়েকদিন ধরে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহর পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী সাধারণ নাগরিক সমাজের ব্যানারে আন্দোলন করছে।

এ প্রসঙ্গে গণমাধ্যমে বক্তব্য দেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ। যেখানে তিনি বলেন, সরকার তাকে (এমডি) বসিয়েছে এবং সরকার যখন সরে যেতে বলবে, তখনই তিনি সরে যাবেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে কন্টেনারভর্তি বিদেশি মদ জব্দ
পরবর্তী নিবন্ধ‘জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর’ হচ্ছে গণভবন