ওয়ানডেতে সেরা ইকোনমিতে তাসকিন আহমেদ

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:২৯ পূর্বাহ্ণ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ বোলিংয়ের পর ওয়ার্কলোডের কারণে দ্বিতীয় ম্যাচে বিশ্রামে ছিলেন। গতকাল সিরিজের সর্বশেষ ওয়ানডেতে আবারও দলে ফিরেন। এরই মধ্যে একটি চমকপ্রদ পরিসংখ্যান সামনে এসেছে। ২০২৩ সালের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ১৫০ ওভার বোলিং করেছেন এমন পেসারদের মধ্যে ওয়ানডেতে সেরা ইকোনমি তাসকিন আহমেদের। এ সময়ের মধ্যে ২৭ ইনিংসে ৪৬টি উইকেট শিকার করেছেন তাসকিন। ইকোনমি ছিল ৪ দশমিক ৮৭। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি এ সময়ে ২৬ ইনিংসে ৪৯টি উইকেট শিকার করেছেন। তবে ইকোনমির (.১৫) দিক থেকে তাসকিনের পেছনে পড়েছেন। তালিকায় তিনে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। ১৯ ইনিংসে ৫.৩২ ইকোনমিতে ৩৩ উইকেট পেয়েছেন প্রোটিয়া তারকা। এ ছাড়া জস হ্যাজলউড ২২ ইনিংসে ৫.৩৮ ইকোনমিতে ৩০ উইকেট ঝুলিতে পুড়েছেন।

পূর্ববর্তী নিবন্ধলারার প্রতি সম্মান জানিয়েই ৪০০ ছোঁয়ার চেষ্টা করেননি মুল্ডার
পরবর্তী নিবন্ধনতুন এক দল নিয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল