ওমিক্রনের ঢেউ চূড়ায় ওঠার আগেই বিপর্যস্ত ইউরোপ

নাজুক স্বাস্থ্য ব্যবস্থা

| মঙ্গলবার , ১১ জানুয়ারি, ২০২২ at ৮:২৭ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের দ্রুত বিস্তারে ফের বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থা। বিপুল সংখ্যক গুরুত্বপূর্ণ কর্মী অসুস্থ হয়ে পড়ায় অথবা স্বেচ্ছা-আইসোলেশনে থাকায় পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে, এর মধ্যে ওমিক্রনের ঢেউ এখনও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি বলে ধারণা বিশেষজ্ঞদের। শুক্রবার ব্রিটেন হাসপাতালগুলোতে অভিজ্ঞ কর্মীর শূন্যতা পূরণে ও রেকর্ড কোভিড-১৯ রোগীর কারণে সৃষ্ট প্রবল চাপ সামলাতে সহায়তা করতে সেখানে সামরিক সদস্যদের মোতায়েন করা শুরু করেছে। খবর বিডিনিউজের। এক বিবৃতিতে দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসের মেডিকেল ডিরেক্টর প্রফেসর স্টিভেন পওয়েস বলেছেন, ওমিক্রনের মানে চিকিৎসার জন্য বেশি রোগী আর তাদের চিকিৎসার জন্য কম কর্মী। যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো অতি জরুরি নয় এমন অস্ত্রোপচার বন্ধ রেখে শয্যা খালি ও কর্মীদের মুক্ত রাখার চেষ্টা করছে। স্পেনের প্রাথমিক স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক এত চাপে পড়েছে যে ২০২১ সালের শেষ দিনটিতে উত্তরপূর্বাঞ্চলীয় আরাগনের কর্তৃপক্ষ অবসরে যাওয়া কর্মী ও নার্সদের ফের কাজে ফেরানোর অনুমোদন দিয়েছে। শুক্রবার নেদারল্যান্ডসের দৈনিক ডে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতাল কর্মী বিশেষভাবে নার্সদের সহযোগীদের মধ্যে সংক্রমণের হার দ্রুত বাড়ছে। দেশটির আটটি প্রধান হাসপাতালে জরিপ চালানোর পর এ খবর দিয়েছে তারা। আমর্স্টারডাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের পরীক্ষায় ২৫ শতাংশ কর্মীর এখন কোভিড পজিটিভ এসেছে, এক সপ্তাহ আগেও এ হার ৫ শতাংশ ছিল।

পূর্ববর্তী নিবন্ধবল ছাড়ার প্রবনতা বাড়াতে হবে ব্যাটসম্যানদের
পরবর্তী নিবন্ধনিউ ইয়র্কে ৯ শিশুসহ নিহত ১৯