ওমানে ৩ ঘন্টার ব্যবধানে রাউজানের ২ ভাইয়ের মৃত্যু

করোনায় আক্রান্ত

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ৪ জুন, ২০২১ at ৫:৩৮ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে করোনায় আক্রান্ত হয়ে রাউজানের চিকদাইর ইউনিয়নের দুই সহোদরের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন- মোহাম্মদ আবুল কালাম(৬০) ও তার ছোটভাই আবুল কাসেম(৫০)। তাঁরা চিকদাইর ইউনিয়নের আব্দুল আলীর বাড়ির মৃত সুলতান আহমদ প্রকাশ মাহবু সারাং এর পুত্র। জানা যায়, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ ঘন্টার ব্যবধানে দুই ভাই মারা যান। সকালে প্রবাসীদের কাছ থেকে এ সংবাদ পেয়ে তাদের পরিবারে শোকের মাতম শুরু হয়। তাদের পরিবারের সাথে কথা বলে জানা যায়, দুই ভাই দীর্ঘদিন ধরে ওমান ছিলেন। গত ঈদের দিন তাদের করোনা শনাক্ত হলে দুই ভাই ওমানের একটি হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তাঁরা হাসপাতালেই ছিলেন। জানা যায়, আবুল কালাম মৃত্যুকালে দুই পুত্র ও এক কন্যা এবং তার ছোটভাই আবুল কাসেম তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। চিকদাইর চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন। করোনার কারণে দুই ভাইয়ের লাশ দেশে না এনে সেখানে সমাহিত করা হতে পারে বলে তাদের স্বজনরা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধঅর্থনীতি জাগানোর চ্যালেঞ্জ
পরবর্তী নিবন্ধবাজেট গণমুখী ও আর্থ-সামাজিক বৃদ্ধির সোপান