ওমানে দেয়াল ধসে ফটিকছড়ির প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৫:৫৯ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে নির্মাণাধীন দেয়াল ধসে মোহাম্মদ আইয়ুব আলী (৫৫) নামের চট্টগ্রামের ফটিকছড়ির এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে দেশটির মাস্কাটের মুবেলা আবাসিক এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরচং গ্রামের সৈয়দ আহাম্মদ হাজীর বাড়ির মোহাম্মদ রমজান আলীর ছেলে। তিন ছেলে ও এক মেয়ের জনক আইয়ুব দীর্ঘদিন ধরে ওমানে বসবাস করছিলেন। জানা গেছে, ওমানে ঠিকাদারির কাজ করতেন তিনি। সাতজন কর্মী নিয়ে একটি দেয়াল নির্মাণে অংশ নেন আইয়ুব আলী। নিজেও কাজ করছিলেন। সঙ্গে ছিলেন তার বড় ছেলে মোহাম্মদ তারেক ও চাচাতো ভাই মোহাম্মদ জাফর। কাজের এক পর্যায়ে হঠাৎ দেয়ালটি ধসে পড়ে। অন্যরা সরে যেতে পারলেও আইয়ুব দেয়ালের নিচে চাপা পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করলেও অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান। নিহতের ছোট ভাই মোহাম্মদ লিয়াকত আলী জানান, দেয়াল ধসে আইয়ুব আলী নিহত হয়েছেন। কয়েকজন শ্রমিক নিয়ে তিনি কাজ করছিলেন। এসময় দেয়ালটি ভেঙে পড়ে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান। এদিকে শনিবার দুপুরে মৃত্যুর খবর গ্রামে পৌঁছলে পরিবারে শোকের মাতম শুরু হয়। আত্মীয়স্বজন ও আশপাশের লোকজন বাড়িতে ভিড় জমায়।

পূর্ববর্তী নিবন্ধসৌদিতে সড়ক দুর্ঘটনায় লোহাগাড়ার যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে নথি ব্যবস্থাপনা বিষয়ক ওয়ার্কশপ