ওমানে এমপি খাদিজাতুল আনোয়ারের আটকের বিষয়ে জানা নেই : ড. মোমেন

| বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৪:৩৮ পূর্বাহ্ণ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) খাদিজাতুল আনোয়ার সনিকে ওমানে আটকের বিষয়ে কোনো খবর জানা নেই। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। খবর বাংলানিউজের। খাদিজাতুল আনোয়ার সনির আটকের প্রসঙ্গে ড. মোমেন বলেন, এ ধরনের কোনো খবর আমরা জানি না। আমরা জানি যে এ ধরনের কোনো সংসদ সদস্য সেখানে বেড়াতে গেছেন। কোনো ব্যক্তি যদি যান, সেটি ব্যক্তিগত উদ্যোগে। তিনি বলেন, সরকারিভাবে আমরা কাউকে পাঠাইনি। এগুলো আমরা জানি না।

উল্লেখ্য, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি ওমানে আটক হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে। জানা যায়, রাজনৈতিক সভা করার অভিযোগে ১ আগস্ট রাতে রয়্যাল ওমান পুলিশের সিআইডির একটি দল তাকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে। ওমানের আইন অনুযায়ী কোনো বিদেশি নাগরিক সে দেশে সভাসমাবেশ করতে পারেন না।

পূর্ববর্তী নিবন্ধতারেকের ৯, জোবাইদার ৩ বছর সাজা
পরবর্তী নিবন্ধঅবৈধভাবে থাকা তিন ছাত্রলীগ নেতার কক্ষ সিলগালা