ওমর গণি এমইএস কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

| মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

ওমরগণি এমইএস কলেজে গতকাল সোমবার বিবিএ (সম্মান) প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আ ন ম সরোয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী।

ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. আইয়ুব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন অধ্যাপক মো. আয়ুব,অধ্যাপক মো. নূরুল আমিন, জেসমিন আক্তার,শাহানা ইয়াসমিন,ফারহানা জাহান,হুমায়রা করিম,আসমা কানিজ, তানিয়া রহমান, মোরশেদ হোসাইন,মিনু আরা বেগম,ফারহানা গুলজার প্রমুখ।

প্রধান অতিথি বলেন সফল ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয় নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। সেজন্য একাডেমিক কারিকুলাম অনুসরণ ও নীতি নৈতিকতা চর্চা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবৃত্তিশিল্পী সুমন বিশ্বাস স্মরণ অনুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধমোবাইল ছিনতাই করে পালাতে গিয়ে ট্রাফিক পুলিশের হাতে ধরা