ওমরগণি এম ই এস কলেজে স্নাতক (সম্মান) কোর্সের ওরিয়েন্টেশন

| মঙ্গলবার , ২৮ মে, ২০২৪ at ৭:৪৫ পূর্বাহ্ণ

ওমরগণি এম ই এস কলেজের স্নাতক (সম্মান) কোর্সের ২০২৩২০২৪ শিক্ষাবর্ষে গণিত ও ইংরেজি বিভাগের ওরিয়েন্টেশন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিকী। সভা সঞ্চালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক আবু নঈম মো. ইব্রাহিম চৌধুরী ও ইংরেজি বিভাগের প্রভাষক সুমন কান্তি দাশ। প্রধান অতিথি বলেন, স্মার্ট দেশ গড়ার কারিগর হবে নবীনরাই। বর্তমান সময়ে দুইটি আধুনিক ও স্মার্ট বিভাগ হল গণিত ও ইংরেজি। এই বিভাগের শিক্ষার্থীরাই আধুনিক বিশ্ব নিয়ন্ত্রণ করছে। নবীন শিক্ষার্থীরা যারা এই কলেজে ভর্তি হয়েছো, তোমরা ভালভাবে লেখাপড়ার মাধ্যমে ভাল ফলাফল অর্জন করে এই বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। গণিত বিভাগের শিক্ষার্থী কানিজ ফাতেমা মিম ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফাহমা আক্তার মীম যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে রাঙামাটির ৮৫ হাজার শিশু
পরবর্তী নিবন্ধবেসরকারি শিক্ষকদের বদলির নীতিমালা অবিলম্বে কার্যকরের আহ্বান