জুলাই আন্দোলনের শহীদ ফয়সাল আহমদ শান্ত ও ওয়াসিম আকরামসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ১৬ জুলাই ওমরগণি এম ই এস কলেজ অডিটোরিয়ামে উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মনসুর উদ্দীন আহমেদ। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। তেলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিষয়ের শিক্ষক আমেনা আক্তার।
ওমরগণি এম ই এস কলেজ প্রশাসন ও গভর্নিং বডির যৌথ উদ্যোগে আয়োজিত শহীদের স্মরণে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সালাহ উদ্দীন মো. রেজা, প্রফেসর মোহাম্মদ আলমগীর। উপস্থিত ছিলেন প্রফেসর আবুল হোছাইন ও আবু নঈম মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী। কলেজ শিক্ষক রেজাউল করিম সিকদার ও মোহাম্মদ নবী হোসেন আলোচনায় অংশ নেন। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন, ছাত্রদল ওমরগণি এম ই এস কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মোহাম্মদ তারেক আজিজ ও মির্জা ফারুক। প্রধান অতিথি বলেন, জুলাই ২৪ আন্দোলনের বীর শহীদগণ দেশ ও জাতির কল্যাণে যে আত্মত্যাগ করেছেন তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, জুলাই গণআন্দোলনের শাহাদাত বরণকারী শহীদ ফয়সাল আহমদ শান্ত ও শহীদ ওয়াসিমসহ সকল শহীদের স্মরণে কলেজ প্রাঙ্গনে শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শান্ত’র মা ছেলেকে নিয়ে স্মৃতিচাণমূলক বক্তব্য দেন। এছাড়া ঐদিন সকালে কলেজ মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মুহাম্মদ রেজাউল করিম সিকদার। প্রেস বিজ্ঞপ্তি।