ওমরগণি এমইএস কলেজ এক্স ক্যাডেট ফোরামের ২০ বছর পূর্তি উপলক্ষে লোগো উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি ওমরগণি এম ই এস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী, ২/লে. আবু নঈম মো. ইব্রাহিম চৌধুরী, লে. শাহানা ইয়াছমিন, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নুরুল আমিন চৌধুরী, আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ এরশাদ এবং অর্থনীতি বিভাগের প্রভাষক ববি বড়ুয়া উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন ওমরগণি এম ই এস কলেজ এক্স ক্যাডেট ফোরামের স্থায়ী পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান রাসেল এবং তথ্যপ্রযুক্তি ও প্রচার প্রকাশনা সচিব মো. আশিকুর রহমান। ২০ বছর পূর্তি উদযাপন কার্যক্রমে আরও যুক্ত ছিলেন আহ্বায়ক এ.টি.এম. কাউসার হাবীব, যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম, সদস্য মোহাম্মদ তৌহিদ, শরফর উদ্দীন জীবন, মঈনুল উদ্দীন মাহি, নুর হোসেন চৌধুরী ও ইরফান উদ্দিন মিয়াসহ অন্যান্য সাবেক ক্যাডেটরা।
অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম বলেন, ওমরগণি এমইএস কলেজ এক্স ক্যাডেট ফোরামের ২০ বছর পূর্তি আমাদের জন্য গর্বের একটি মুহূর্ত। দুই দশকের এই যাত্রায় আমাদের সাবেক ক্যাডেটরা শুধু নিজেদের ক্যারিয়ারে নয়, সমাজেও ইতিবাচক ভূমিকা রেখে এসেছে। আজ লোগো উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রমের মাধ্যমে আমরা সেই পথচলার একটি নতুন অধ্যায় শুরু করলাম।
ফোরামের স্থায়ী পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান রাসেল বলেন, দীর্ঘ দুই দশক ধরে এই ফোরাম শুধু সহপাঠীদের বন্ধনকে শক্ত করেছে তা নয়, কলেজের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নিয়েছে। আজ লোগো উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন সেই যাত্রাকে আরও সংগঠিত ও প্রাণবন্ত করবে। প্রেস বিজ্ঞপ্তি।











