ওভারটেক করতে গিয়ে বাইকে ডাম্পারের ধাক্কা, ২ আরোহীর মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১০:১৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কক্সবাজারের ঈদগাহ থানার মাইজপাড়ার রাকিব (২৪) ও জিহাদ (২৩)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী একটি ডাম্প ট্রাক ওভারটেক করতে গিয়ে একইমুখী বাইকের পেছনে ধাক্কা দেয়। এতে বাইকে থাকা দুই আরোহী ছিটকে পড়ে যাত্রীবাহী ম্যাজিক গাড়ির সাথে ধাক্কা লাগে। যার ফলে বাইকের দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দুমড়েমুচড়ে গেছে দুর্ঘটনাকবলিত বাইকটি। তারা ঈদগাহ থেকে বাইকযোগে সাজেক যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। দোহাজারী হাইওয়ে থানার এসআই রুহুল আমিন জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া প্রাণিসম্পদ কার্যালয় থেকে চুরি যাওয়া টিভি ও প্রিন্টার উদ্ধার, চোর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়লো ৫০ শতাংশ