ওপেন ডে’ তে ভর্তিচ্ছুদের পদচারণায় মুখর সিআইআইইউ

| মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে সিআইউর গ্রীস্ম কালীন ওপেন ডে। জামাল খানস্থ চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সামার২০২৫ সেমিস্টারে ভর্তির লক্ষ্যে আয়োজিত এই প্রোগ্রাম গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ওপেন ডে উপলক্ষে নবাগত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ৪ টি অনুষদ ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

ইংরেজি বিভাগের উদ্যোগে সকাল থেকে ক্যাম্পাস প্রাঙ্গনে গান, আবৃত্তি, ও রম্য বিতর্কের পাশাপাশি উইলিয়াম শেক্সপিয়ারের ‘দ্য মার্চেন্ট অব ভেনিস’ নাটকের মঞ্চায়ন সবার নজর কাড়ে। ব্যবসায় অনুষদের পক্ষ থেকে আয়োজন করা হয় ফান গেইমস, কুইজ সেশনসহ বিভিন্ন মজার মজার ইভেন্টস।

ইঞ্জিনিয়ারিং অনুষদের পক্ষ থেকে রোবোটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর দুইটি সেমিনারে স্কুল, কলেজ থেকে আসা শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। আইন অনুষদের অধীনে আয়োজিত বর্তমান প্রজন্মের জন্য আইনগত অধিকার, দায়িত্ব, ও বিচারপ্রাপ্তির বিষয়ে সচেতনতা মূলক সেমিনার ভর্তিচ্ছুদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। উল্লেখ্য, সিআইইউতে ৪ টি অনুষদের অধীনে বিবিএ, এমবিএ, এলএলবি, এলএলএম, এলএলএম ইন হিউম্যান রাইটস, ইংরেজি বিভাগে অনার্স,মাস্টার্সসহ, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল (সিএসই), তড়িৎ এবং ইলেক্ট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগে ছাত্রছাত্রী ভর্তি প্রক্রিয়া চলমান। অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকেও ক্রেডিট ট্রান্সফারের সুযোগ রয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় জামাল খানস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকাসস কেন্দ্রীয় এডহক কমিটি গঠন
পরবর্তী নিবন্ধভয়াল ২৯ এপ্রিল : এখনো অরক্ষিত কক্সবাজারের বিস্তীর্ণ উপকূল