চট্টগ্রামের সেন্ট প্লাসিড্স স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড প্লাসিডিয়ানস্ এসোসিয়েশন (ওপিএ) দ্বারা পরিচালিত ওপিএ লিটারেসী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৬ মার্চ সেন্ট প্লাসিড্স্ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ওপিএ লিটারেসী স্কুল স্ট্যান্ডিং কমিটি (ওএলএস–এসসি) এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ওএলএস এসসি আহবায়ক ওপিএন রোনাল্ড গোমেজের সভাপতিত্বে কোষাধ্যক্ষ ওপিএন মোহাম্মদ আনিছ উল্লাহ ও ওএলএস শিক্ষিকা মিতালী ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্ট প্ল্যাসিডস স্কুলের প্রধান শিক্ষক এবং ওপিএ প্যাটরন ব্রাদার স্যামুয়েল সবুজ বালা,সিএসসি। বিশেষ অতিথি ছিলেন ওপিএ লিটারেসী স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার চন্দন ম্যানুয়েল গোমেজ, সিএসসি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওপিএর সভাপতি ওপিএন ইঞ্জিঃ আবু মো. রাশেদ চৌধুরী এবং প্রাক্তন সভাপতি ওপিএন ইঞ্জিঃ আলী আহমেদ, ওএলএস এসসি এর সম্পাদক ওপিএন মোহাম্মদ হাফিজুর রহমান। প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণার পর লিটারেসী স্কুলের ছাত্রদের শরীর চর্চা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ওপিএর সভাপতি ওপিএন ইঞ্জিঃ আবু মো. রাশেদ চৌধুরী, ওপিএন নেওয়াজ এ খান, ওপিএন রিজভী রহমান, ওপিএন রোনাল্ড গোমেজ, ওপিএন ইঞ্জিঃ আলী আহমেদ, ওপিএন মোহাম্মদ হাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওপিএন আবু মো. সাজেদ চৌ., ওপিএন সাইদুল আযম খান, ওপিএন ওপিএন সজল কান্তি চৌঃ, ওপিএন তানভীর তৈসিব তাসকিন, ওপিএন অলিভার গোমেজ, ওপিএন জুবায়ের হোসেন, ওপিএন রেজাউর রহমান, ওপিএন আবু সাইদ চৌধুরী, ওপিএন রিয়াজ হাসান, ওপিএন সজল কান্তি চৌধুরী,ওপিএন সিলভাষ্টার বার্নাডেট, ওপিএন আসিফ ইকবাল, ওপিএন আসহাব উদ্দিন, ওপিএন লিংকন,ওপিএন এড. তরিকুল ইসলাম চিশতী, ওপিএন মোহাম্মদ আনিছ চৌধুরী,ওপিএন জুয়েল রহমান, ওপিএন আসিফুল ইসলাম, ওপিএন সৌরভ দত্ত এবং লিটারেসী স্কুলের শিক্ষিকাবৃন্দ, স্কুলের ছাত্র–অভিবাবক ও সিনিয়র ওপিএন এবং সংগঠনের সদস্যবৃন্দ। সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রদের পুরস্কার, সকলের জন্য উপহার এবং খাবার বিতরণ করা হয়।