ওদের শান্তিতে থাকতে দিন

মুহাম্মদ মহিউদ্দিন | রবিবার , ২৯ মে, ২০২২ at ৮:১০ পূর্বাহ্ণ

এই পৃথিবীতে কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। জীবন চলার পথে মানুষ সব কাজ ও সব বিষয়ে ঐক্যমত পোষণ করতে পারে না বরং কাজে ও চিন্তা ভাবনায় ভিন্নমত থাকাটা অযৌক্তিক বা গর্হিত কোনো কাজ নয়। মাঝে মাঝে আমরা অনেকেই মৃত ব্যক্তিদের নিয়ে এমনভাবে সমালোচনা করি যেন আমরা আসমান থেকে নাজিল হওয়া স্রষ্টার বিশেষ একটা কিছু। মানুষের আচরণ ও বিশ্বাসের দুর্বলতার অন্যতম একটা দিক হলো নিজের দোষ ত্রুটিগুলো চিহ্নিত করতে না পারা। নিজেকে অন্যের চেয়ে বেশি জ্ঞানী ও বুদ্ধিমান ভাবা। এই দুর্বলতার বশে আমরা হর-হামেশা মৃত ব্যক্তিদের সমালোচনা করে বসি। যা কোনো ধর্ম সমর্থন করে বলে আমার মনে হয় না। তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে এ ব্যাপারে মহানবী(সঃ) এর দুটো উদ্ধৃতি দেয়া যেতে পারে। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) ইরশাদ করেন, ‘তোমরা তোমাদের মৃতদের ভালো কাজগুলোর আলোচনা করো এবং মন্দ কাজের আলোচনা থেকে বিরত থাকো’। (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৯০০) রাসুলুল্লাহ (সা.) অন্যত্র বলেন, ‘আমার সব উম্মতের গুনাহ মাফ হবে। কিন্তু দোষত্রুটি প্রকাশকারীর গুনাহ মাফ হবে না।’ মাঝে মাঝে কেউ কেউ ক্রোধের বশীভূত হয়ে মৃত ব্যক্তির সমালোচনা করে থাকেন। অথচ যিনি করেন, তিনিও কিন্তু ভুলের ঊর্ধ্বে নন। অতএব আসুন শত্রু হোক কিংবা মিত্র হোক মৃত ব্যক্তির সমালোচনা নয় তাদের আত্মার শান্তির জন্য আমরা সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি।

পূর্ববর্তী নিবন্ধনারীরাই সমাজ পরিবর্তন করতে পারে
পরবর্তী নিবন্ধরাজনীতিতে শিক্ষিত নাগরিকের ভূমিকা