নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’। নির্মাণ শেষে বেশকিছু আন্তর্জাতিক পুরস্কারও লাভ করেছে সিনেমাটি।
প্রায় চার বছর ধরে ঝুলে আছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত সিনেমা ‘শনিবার বিকেল’। বহু আবেদন, প্রতিবাদ হয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত সেন্সর ছাড়পত্র মেলেনি। বারবার আশার প্রদীপ জ্বলে উঠলেও শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। ফলে ‘শনিবার বিকেল’ দেখার আশা প্রায় ছেড়েই দিয়েছে দর্শক। আবার নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গেছেন। কিন্তু হঠাৎ বুধবার খবর এলো ‘শনিবার বিকেল’ মুক্তি পাচ্ছে। তাও আবার এক দিন পরই। অর্থাৎ গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) দর্শকের সামনে এলো সিনেমাটি। তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটি প্ল্যাটফর্মে। সেটাও আবার ভারতের; যেটার নাম সনি লিভ। তবে বাংলাদেশের দর্শক ছবিটি সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন না। নির্মাতা ফারুকী বলেন, ‘শনিবার বিকেল’ ওটিটিতে আসছে, ফাইনালি। বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো দেশ থেকে দেখা যাবে!
‘শনিবার বিকেল’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ভারতের পরমব্রত চ্যাটার্জি প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন।