ওজন স্কেলের কারণে বৈষম্যের শিকার ব্যবসায়ীরা : নওফেল

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৭ অক্টোবর, ২০২২ at ৫:২৮ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে স্থাপিত ওজন স্কেলের কারণে চট্টগ্রামের ব্যবসায়ীর বৈষম্যের শিকার হচ্ছেন। একইসাথে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতিরও সম্মুখীন হচ্ছেন। হয়তো সারাদেশের মহসড়কে ওজন স্কেল বসানো হোক না হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওজন স্কেল প্রত্যাহার করা হোক।
গত শনিবার রাতে নগরীর বাকলিয়ায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান পটিয়ার সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী। অভিষেক কমিটির আহবায়ক অজয় কৃষ্ণ দাশ মজুমদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সদস্য সচিব মো. ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুর ও এম এ করিম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মারুফ হোসেন শামীম, চাকতাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম হারুনুর রশিদ, চট্টগ্রাম চাউল সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম, রাইচ মিল মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি আমিনুল হক বাবুল সরকার, চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল আলম, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল আলম, সহ-সভাপতি হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফোরকান, কার্যকরি সদস্য দেলোয়ার ও আলাউদ্দিন আলো। অনুষ্ঠান শেষে শিক্ষা উপমন্ত্রী অভিষেক অনুষ্ঠানের ‘স্বপ্নদীপ’ স্মরণিকার মোড়ক, প্রয়াত ব্যবসায়ীদের উৎসর্গকৃত ফলক উন্মোচন করেন।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট একাডেমিক কাউন্সিলের সভা
পরবর্তী নিবন্ধবছরের শেষে খুলে দেওয়া হবে বঙ্গবন্ধু টানেল