কর্ণফুলী ও হাটহাজারী উপজেলায় ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে দুই ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। গতকাল পরিচালিত পৃথক দুই অভিযানে মইজ্জ্যার টেক এলাকায় কর্ণফুলী সিএনজি ফিলিং স্টেশন লিমিটেড ও হাটহাজারী এগার মাইল এলাকায় আলাউল ফিলিং স্টেশনকে এ জরিমানা করা হয়।
কর্ণফুলী : আমাদের পটিয়া প্রতিনিধি জানান, কর্ণফুলী উপজেলায় গতকাল ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে সিএনজি ফিলিং স্টেশনসহ ৬টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অভিযোগে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে মইজ্জ্যার টেক এলাকায় কর্ণফুলী সিএনজি ফিলিং স্টেশন লিমিটেডকে ওজনে ও পরিমাপ মানদণ্ড আইনে ৫০ হাজার টাকা, বাসি ও দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনের অভিযোগে ক্যাফে আল মক্কা হোটেলকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা এবং উপজেলার ব্রিজঘাট এলাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে খাজা মাংস বিতান ও দরবার এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী। এ সময় বিএসটিআইর সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. সাইফুর রহমান ও ফিল্ড অফিসার প্রকৌশলী মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, পৌরসভার এগার মাইল এলাকায় আলাউল ফিলিং স্টেশনে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু রায়হান। তিনি বলেন, আলাউল ফিলিং স্টেশনে ওজন ও পরিমাপে কারচুপির সংবাদ অবহিত হয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গিয়ে দেখতে পাই জ্বালানি তেল পরিমাপের সময় ১টি অকটেন ও ৩টি ডিজেল ডিসপেন্সি ইউনিটে প্রতি ১০ লিটারে গড়ে ১৫০ মিলি কম প্রদান করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।