ওএমএসের চাল কিনতে লাইনে দাঁড়িয়ে ‘হৃদরোগে’ গৃহবধূর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ নভেম্বর, ২০২২ at ৭:১৫ পূর্বাহ্ণ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কিছুটা সাশ্রয়ের আশায় খোলা বাজারের (ওএমএস) চাল কিনতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের কলেজ রোড সংলগ্ন ডিলার গোলাম রব্বানীর দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত শিখা মালাকার (৩৮) উপজেলার ভোলাগিরী এলাকার দিনমজুর তপন মালাকারের স্ত্রী।
ঘটনার প্রত্যক্ষদর্শী ওএমএসের চাল কিনতে যাওয়া একই এলাকার বাসিন্দা মিলন নাথ জানান, সকাল ৭টার দিকে তারা দুজনে ওএমএসের চাল কিনতে ডিলার গোলাম রব্বানীর দোকানের সামনে লাইনে
দাঁড়ান। লাইনে দাঁড়ানোর কিছুক্ষণ পর ক্রমশই লোকজনের ভিড় বাড়তে থাকে। সকাল ৯টার দিকে চাল বিক্রি শুরু হয়। ডিলার গোলাম রব্বানী দোকান খোলার প্রস্তুতি নিচ্ছেন। সকাল ৮টার দিকে লাইনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন শিখা মালাকার। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিলার গোলাম রব্বানী বলেন, সকাল ৯টা থেকে খোলা বাজারে চাল দেওয়ার নিয়ম হলেও লোকজন ভোর থেকে দোকানের সামনে এসে ভিড় জমান। চাল বিতরণের আগে তাদের সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করানো হয়। তবে চাল বিক্রি শুরু হওয়ার আগেই এ ঘটনা ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। তবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৪ ডিসেম্বর দেখিয়ে দেব চট্টগ্রামের মানুষ আমাদের পাশে আছে
পরবর্তী নিবন্ধ১০ বছর পর বিচার শুরু, বাবার বিরুদ্ধে ছেলের সাক্ষ্য