ঐতিহ্যবাহী শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীর ঢল

মুহাম্মদ এরশাদ, চন্দনাইশ | বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৯:১৫ পূর্বাহ্ণ

চন্দনাইশের ঐতিহ্যবাহী শুক্লাম্বর দীঘির মেলা গতকাল মঙ্গলবার পূজা অর্চনার মধ্যদিয়ে সম্পন্ন হয়। মেলা উপলক্ষে আগে থেকেই পূজার্থীরা আসতে থাকেন উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুড়ি এলাকার শুক্লাম্বর দীঘির পাড়ে। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে পূজার্থীর সংখ্যাও। মেলা চলাকালে গতকাল সকালে বাইনজুড়ি এলাকায় গিয়ে দেখা যায়, শুক্লাম্বর দীঘির চতুর্দিকে পূজার্থীর ঢল। পৌষের শীতকে উপেক্ষা করে দীঘির জলে স্নান করছেন। হিন্দু ধর্মাবলম্বী নারীপুরুষ, শিশুকিশোররা তাদের মনোবাসনা পূরণের জন্য মেলায় এসেছেন।

চট্টগ্রামের চট্টেশ্বরী এলাকা থেকে ১৬ বছরের কিশোরী পুষ্পা রানী এসেছেন তার মা ও বাবার সাথে। তার মানত হলো আগামী এসএসসি পরীক্ষার ফলাফল ভালো করা। তাই সে শুক্লাম্ভর দীঘির মেলায় এসেছে দেবতাকে তার মনোবাসনার কথা বলার জন্য। দিঘীর জলে পুণ্যস্নান করে অশ্বথ গাছের ডালে রঙিন সুতো বাঁধছিলেন বাঁশখালী থেকে আসা মুক্তা রানী দে (২২)। কি কারণে সুতো বাঁধছেন জিজ্ঞেস করলে সে জানায়, তার স্বামী বিদেশ গেছেন। স্বামীর ভালো চাকরি এবং সুস্থতার লক্ষ্যে তিনি অশ্বত্থ গাছের ডালে সুতো বেঁধে দিচ্ছেন। আগামী কোন এক সময় স্বামীসহ মেলায় এসে তার বাঁধা সুতোটি খুলে দিয়ে যাবেন বলেও জানান তিনি।

মেলায় পরিচালনা কমিটির সভাপতি হারাধন দেব, সহসভাপতি বিজন ভট্টাচার্য্য, অরুপ রতন চক্রবর্ত্তী, . বিপ্লব গাঙ্গুলী, সাধারণ সম্পাদক নৃপেন্দু দত্ত, সহসাধারণ সম্পাদক সুবল তালুকদার, অমর কান্তি ভট্টাচার্য্য, পরিমল দেব, আশীষ দেব, পরিমল মহাজন, দিলীপ চৌধুরী, রুবেল দেব, ডা. কাজল কান্তি বৈদ্য, ভবশংকর ধর, রাম প্রসাদ ভট্টাচার্য্য, কিরণ তালুকদার, বিধান দেব, টিংকু ধর, নারায়ণ ধর, অধেন্দু দত্ত, বন বিহারী দেওয়ানজী, লিটন বিশ্বাস, সন্তোষ চৌধুরী, কানু দেব, সুজন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং গ্রিন সিটির সিএলএফ ফান্ডে অনুদান
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর স্যালভেজ কর্মশালা