পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ। সেই জয়টিও এলো ১০ উইকেটের বিশাল ব্যবধানে। এই জয়ে একাধিক দলীয় রেকর্ড গড়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ের পথে ব্যক্তিগত একটি বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান। রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে গতকাল প্রথম দুই সেশনেই ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে বাংলাদেশের সামনে মাত্র ৩০ রানের লক্ষ্য দিতে পারে পাকিস্তান। যা কোনো উইকেট না হারিয়েই ৭ ওভারের মধ্যে পেরিয়ে যায় সফরকারীরা। দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান হলো রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানের বিপক্ষে ১৫তম টেস্টে এসে জয় পেল বাংলাদেশ। এই জয়ে একটি অনন্য রেকর্ড গড়েছে বাংলাদেশ। টেস্টে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে সব উইকেট হাতে রেখে জয় পাওয়া প্রথম দল এখন শান্তবাহিনী। উইকেটের হিসেবে বাংলাদেশেরও এটি টেস্টে সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে ৮ উইকেটে জিতেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ও ভারত ছাড়া বাকি সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষেই জয় পেলো বাংলাদেশ। টাইগারদের এমন জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাকিব আল হাসান। দুই ইনিংস মিলিয়ে তার উইকেট সংখ্যা ৪টি। সেই সঙ্গে একটি বিশ্বরেকর্ডও গড়েছেন এই বাঁহাতি স্পিনার। বাঁহাতি স্পিনারদের মধ্যে তিন সংস্করণ মিলিয়ে ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন তিনি। ৪৮২ ইনিংসে বোলিং করে ৭০৭ উইকেট নিয়েছেন সাকিব। সাকিব শীর্ষে উঠে আসায় দুইয়ে নেমে গেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। তিন সংস্করণ মিলিয়ে ৪৯৮ ইনিংসে ৭০৫ উইকেট তার। বাঁহাতি স্পিনারদের মধ্যে সাকিব ও ভেট্টোরি ছাড়া আর কারও ৬০০ উইকেটও নেই। ৫৬৮ উইকেট নিয়ে তিনে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। সাকিব আরও একটি রেকর্ডে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন। পেস ও স্পিন মিলিয়ে বাঁহাতি বোলারদের মধ্যে তিনে আছেন তিনি। ৯১৬ উইকেট নিয়ে শীর্ষে আছেন পাকিস্তানি কিংবদন্তি বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম। সাকিবের ওপর থাকা শ্রীলঙ্কার চামিন্দা ভাসের উইকেট ৭৬১টি।