আসন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত নাজিম-সরোয়ার-এরশাদ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সমিতির সাবেক সভাপতি ও আইনজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এএসএম বদরুল আনোয়ারের সভাপতিত্বে আইনজীবী অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। আইনজীবী ঐক্য পরিষদের সদস্য সচিব সামশুল আলম ও মুহাম্মদ হাসান আলী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বার কাউন্সিলের সাবেক সদস্য ও সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির সভাপতি মুহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি সামশুদ্দিন আহমেদ মির্জা, মো. কফিল উদ্দিন চৌধুরী। আরও বক্তব্য রাখেন মকবুল কাদের চৌধুরী, আবদুল মালিক, আবদুস সাত্তার, রফিক আহমদ, জহুরুল আলম, কাশেম চৌধুরী. রৌশন আরা বেগম, ফৌজুল আমিন চৌধুরী, সেকান্দর বাদশা, এহতেশামুল হক, মফিজুল হক ভুইয়া, এসইউ নুরুল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম সাজ্জাদ। সমিতির সাবেক সভাপতি এএসএম বদরুল আনোয়ার আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।