ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর ৪০ বছর পূর্তি

| রবিবার , ৩ মার্চ, ২০২৪ at ৭:২৬ পূর্বাহ্ণ

ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর ৪০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ঐকতান সাংস্কৃতিক উৎসব। ঐকতান কেন্দ্রীয় সংসদের সভাপতি তড়িৎ দাশের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ্‌, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল মালেক। উৎসবে চিত্রনায়ক রিয়াজ আহমেদের উপস্থিতি উৎসবে নতুন মাত্রা পায়। সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, হাটহাজারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, চিকনদণ্ডী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আজম, যীশু বণিক, কল্যাণ পাল, বিশ্বনাথ চৌধুরী, অশোক দেব, বিপ্লব পাল, সুমন চৌধুরী, দেবাশীষ পাল, বিশ্বজিৎ পাল, সুজন চৌধুরী, লিটন দে, সুজন চৌধুরী, সৌমেন চৌধুরী, প্রকৌশলী ছিদ্দিক হোসেন মামুন, সুজন বিশ্বাস, ডা. আশীষ ঘোষ, মো. আলমগীর, মো. বখতেয়ার, শিমুল দাশ, শেলী ঘোষ, অনন্যা সেন, শিমুল বিশ্বাস, উৎসব কুমার শীল প্রমুখ।

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি, তবলা লহড়া, বাঁশি ইত্যাদি মাধ্যমে ঐকতান সংগীত একাডেমীর শতাধীন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরিচালনা ও নির্দেশনায় ছিলেন তড়িৎ দাশ, প্রকৌশলী ছিদ্দিক হোসেন মামুন, সুমন চৌধুরী, শেলী ঘোষ, অনন্যা সেন। সঞ্চালনায় ছিলেন সুশান্ত সেন ও ফাল্গুনী ঘোষ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাতের লাইভের নেপথ্যের কারণ জানালেন তাহসান-ফারিণ
পরবর্তী নিবন্ধসালমান খানের হাতঘড়ির দাম ৩১ কোটি টাকা!