আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সে তিনজন স্বীকৃত ওপেনার রয়েছে। তারা হলেন রহমানুল্লাহ গুরবাজ, জেসন রয় এবং লিটন দাশ। এই তিনজনের মধ্যে রহমানুল্লাহ গুরবাজ খেলে যাচ্ছেন নারায়ান জগদিশের সাথে। যদিও গুরবাজের পারফরম্যান্স মোটেও ভাল নয়। গত পাঁচ ম্যাচে গুরবাজ করেছেন ২২, ৫৭, ১৫, ০ এবং ৮। অবশ্য আরেক ওপেনার নারায়ান জগদিশের অবস্থা আরো খারাপ। গত তিন ম্যাচে তার রান যথাক্রমে ৬, ৩৬ এবং ০। তারপরও এই দুজনকে দিয়েই ইনিংসের ওপেন করাচ্ছে কলকাতা। যার ফলও পাচ্ছে দরটি।
পাওয়ার প্লেতেই প্রতিটা ম্যাচে হারিয়ে বসছে দুই থেকে তিন উইকেট। দুই ওপেনারের ব্যর্থতার কারনে স্বাভাবিক ভাবেই প্রত্যাশা ছিল জেসন রয় কিংবা লিটন দাশের মধ্য থেকে কেউ একজন জায়গা পাবেন একাদশে। কিন্তু সেটা হয়নি। বাংলাদেশের আরেক ক্রিকেটার মোস্তাফিজুর রহমান এরই মধ্যে তার দল দিল্লি ক্যাপিটালের হয়ে মাঠে নেমে পড়েছেন। যদিও তিনি বল হাতে খুব একটা সুবিধা করতে পারছেন না। তবে লিটনকে নিয়ে বিশেষ করে বাংলাদেশের দর্শকদের প্রত্যাশা ছিল বেশি। তিনি অন্তত মাঠে নেমে নিজের নামের প্রতি সুবিচার করতে পারবেন। এমনিতেই সাম্প্রতিক সময়ে বেশ ভাল ফর্মে রয়েছেন লিটন। তাই আইপিএলের প্রথম আসরে ভাল কিছু করবেন তেমন প্রত্যাশা ছিল সবার। কিন্তু সে সুযোগটা মিলছে না লিটনের।
গত ৯ এপ্রিল আইপিএলে খেরতে ভারত গমন করেন লিটন দাম। এরপর থেকে তার দল কলকাতা নাইট রাইডার্স খেলেছে তিনটি ম্যাচ। যার মধ্যে জিতেছে একটি ম্যাচে। হেরেছে দুটি। সম মিলিয়ে ৫ রম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে এখন কলকাতা। দলটির সেরা ব্যাটাররা পারছে না নিজেদের নামের প্রতি সুবিচার করতে। তেমন সময়ে দলটির ওপেনিংয়ে লিটন দাশ এবং জেসন রয় জুটিটা আশা করছিল অনেকেই। কিন্তু এখনো দুজনের মাঠে নামা হয়নি। দলের ওপেনিংয়ে যখন এই অবস্থা তখন হয়তো টিম ম্যানেজম্যান্ট পরের ম্যাচে দলে পরিবর্তনের বিষয়টি ভাববে। আর তখন হয়তো সুযোগ মিলতে পারে লিটন দাশের। অন্তত বাংলাদেশের সমর্থকরা এখন সে আশায় আছে। কখন মাঠে নামবে তাদের তারকা লিটন দাশ।