এ দেশে সকল সম্প্রদায়ের সমান অধিকার রয়েছে

চন্দনাইশে অলি আহমদ | শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ at ৮:১৭ পূর্বাহ্ণ

. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম সনাতনী সম্প্রদায়কে আনন্দ উৎসাহের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করার আহ্বান জানিয়ে বলেন, এই দেশে সকল সম্প্রদায়ের সকল মানুষের সমান অধিকার রয়েছে। তাই আপনারা নিশ্চিন্তে আপনাদের ধর্মীয় আচারঅনুষ্ঠান পালন করুন। চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরের উদ্যোগে গত ১০ অক্টোবর বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. মিলন কান্তি ধরের সভাপতিত্বে ও স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ভবশংকর ধরের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি অরুপ রতন চক্রবর্তী। অতিথি ছিলেন অধ্যাপক ওমর ফারুক সানি। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র আয়ুব কুতুবি, চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসাইন, লায়ন ড. শ্রীরাম আচার্য্য, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি বিজয় কৃষ্ণ ধর, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহার মিয়া, সাধারণ সম্পাদক আক্তারুল আলম, পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির, সাধারণ সম্পাদক আক্তার উদ্দিন, পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন, এলডিপি নেতা আজম খান, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অলক কুমার দে, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দে, স্থায়ী কমিটির সভাপতি ড. বিধান ধর, স্বপন ধর, কৃষ্ণ ধর, বিকাশ ধর, তৃদীপ ধর, চন্দ্র ধর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের কাহিনী ধীরে ধীরে জনসম্মুখে প্রকাশ পাচ্ছে
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় রাউজানের যুবক নিহত, আহত ৫