বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল স্মরণে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ক্রীড়া বিভাগ এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টে শুভ সূচনা করেছে এ জে ক্রিকেট একাডেমি এবং উদীয়মান ক্রিকেট একাডেমি । গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে উদীয়মান ক্রিকেট একাডেমি দুই উইকেটে চিটাগাং ক্রিকেট একাডেমিকে পরাজিত করে শুভ সূচনা করে। দিনের অপর ম্যাচে এ জে ক্রিকেট একাডেমি ৬ উইকেটে বেসিক ক্রিকেট একাডেমিকে পরাজিত করে শুভ সূচনা করে। দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা চিটাগাং ক্রিকেট একাডেমির শুরুটা ভাল হয়নি। ৪৬ রানে ৮ উইকেট হারানো চিটাগাং ক্রিকেট একাডেমিকে টেনে নিয়ে যায় ইলমান আমিন এবং রাফিউল হক। রাফিউলের ৩৬ এবং ইলমানের ১৫ রানের সুবাধে শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ৯৯ রান সংগ্রহ করে চিটাগাং ক্রিকেট একাডেমি। দলের বাকি কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। অতিরিক্ত থেকে আসে ২০ রান। উদীয়মান একাডেমির পক্ষে বাঁধন মজুমদার, নাহিদুল ইসলাম ও সিফাত আহমেদ দুটি করে উইকেট লাভ করে। ১০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদিয়মান একাডেমি প্রথম ওভারেই হারায় ৩ উইকেট। এক ওভার পর হারায় আরো এক উইকেট। এক পর্যায়ে ৩৭ রানে হারায় ৫ উইকেট। তবে শেষ দিকের ব্যাটারদের দৃঢ়তায় ১৭.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে তোফাজ্জাল হোসেন ২৮, জহিরুল ইসলাম ১৯ ও নাহিদুল ইসলাম ১৭ রান করে। চিটাগং ক্রিকেট একাডেমির সাজ্জাদ হোসেন ৩ উইকেট নিলেও দলকে জেতাতে পারেনি। ম্যাচ সেরা হয়েছে উদিয়মান একাডেমির তফাজ্জল হোসেন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস নির্বাহী সদস্য ওয়াহিদ দুলাল।
দিনের অপর ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা বেসিক ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাখিন ৩৩, অনিন ২২ এবং জারিফ করে ১০ রান। এ জে একাডেমির প্রিতুন দাস আদর ৩টি উইকেট লাভ করে। একটি করে উইকেট নিয়েছে আবির এবং পায়েল। জবাবে ব্যাট করতে নামা এ জে ক্রিকেট একাডেমি ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের অর্ণব শীল ও তানভীর উভয়ে করে ২২ রান । ১৯ রান করে আবির। বেসিক ক্রিকেট একাডেমির পক্ষে একটি করে উইকেট নিয়েছে রবি, আয়ান এবং ্অনিন। ম্যাচ সেরা হয়েছে বিজয়ী দলের আবির উদ্দিন। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু। এর আগে উৎসব মুখল পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাহতাব উদ্দিন চৌধুরী। উদ্বোধক ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। সিজেকেএস নির্বাহী সদস্য ওয়াহিদ দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, মসিউর রহমান চৌধুরী, সিজেকেএস নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসাইন প্রমুখ। পরে বেলুন উড়িয়ে অতিথিবৃন্দ টুর্নামেন্টের উদ্বোধন করেন।