দেওয়ানপুর শশী কুমার সেন স্কুল এন্ড কলেজ আয়োজিত এ.কে.এম ফজলুল কবির চৌধুরী স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সিনিয়র প্রভাষক স্বদেশ চক্রবর্তীর সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছৈয়দ মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি মো. কামাল হোসেন (ভিপি)। স্বাগত বক্তব্য রাখেন স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুল গফুর। বক্তব্য রাখেন গণিত বিভাগের প্রভাষক মো. রিদুয়ানুল আলম, শিক্ষক প্রতিনিধি মো. সেলিম এবং সুজন কান্তি দে প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও চালিয়ে যেতে হবে যাতে একটি সুন্দর যুব সমাজ প্রতিষ্ঠিত হয়।