আমাদের মাঝামাঝি কিছু নেই। দুঃখের এতটা না হলেও আমরা অসীম দুঃখে মরি। হাসি আনন্দের কিছু না হলেও সেখানে আমরা অপরিসীম আনন্দ পেয়ে থাকি। কেউ আছাড় খেলে বৃষ্টির দিনে কাদায় আমরা অট্টহাসিতে ফেটে পড়ি যেন কী আনন্দের ঘটনা ঘটেছে। আর যে ব্যাক্তি পড়ে গেল তিনি নিজেও লজ্জামিশ্রিত হাসি দেন। হাসি শেষে দেখা গেলো ও ব্যাক্তির কোমরের হাড় ভেঙে গেছে বা হাত পা ভেঙে গেছে। সারাজীবন ওই আছাড় খাওয়ার ব্যথা বয়ে বেড়াচ্ছেন। কাউকে কুকুর তাড়া করলেও আমরা হাসি অথচ কুকুর কামড় দিলে কী কঠিন রোগ হয়। হিজড়া, ট্রান্সজেন্ডার কে দেখলে অকারণে হাসি তুচ্ছতাচ্ছিল্যের হাসি। কাউকে নিচে নামাতে পারলে সেটি কথা দিয়ে অপমান করে হোক আর অন্য যেকোনো ভাবে হোক সেটি হয় সবচাইতে তৃপ্তির হাসি।