চট্টগ্রামের নেভী কনভেনশন হলে এ্যালামনাই৯৪ চট্টগ্রামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার দিনব্যাপী নানা আয়োজন করা হয়। ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের প্ল্যাটফর্ম এবং মানবিক সংগঠন এ্যালামনাই৯৪ চট্টগ্রাম। সারাদেশের বিভিন্ন জেলার ১৯৯৪ সালের এসএসসি পাশের বন্ধুরা উপস্থিত হয়েছিল চট্টগ্রাম নেভী কনভেনশনে।
সকালের শুরুতেই স্মরণিকা উন্মোচন অদৃশ্য বন্ধন, পবিত্র কোরআন তেলোওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তারপর জাতীয় সঙ্গীত, এডমিন প্যানেল পরিচয়, থিম সং, টপকন্ট্রিবিউটর বন্ধুদের মাঝে শুভেচ্ছা স্মারক, জেলা ও উপজেলা ভিত্তিক ফটোসেশন। ভিতরে ও বাহিরে পুরানো দিনের বিভিন্ন কার্টওয়াড দিয়ে ৯৪ বন্ধুদের নিয়ে একটি মিলনমেলায় রুপ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিল ৩য় প্রতিষ্ঠাবাষির্কী ও মেজবানের আহবায়ক ফরহাদ গণি নয়ন এবং সদস্য সচিব রোটারিয়ান শাহীন আহম্মেদ চৌধুরী, এডমিন প্যানেলের উপদেষ্টা উদয় চৌধুরী, মোহাম্মদ মামুন, প্যানেলের সদস্য সাইফুল ইসলাম, নাহিদ ইসলাম, সাইফ উদ্দিন পারভেজ, এডমিন আরিফ উল্ল্যাহ চৌধুরী, মো. আলাউদ্দিন, খোরশেদ আলম, রাশেদ চৌধুরী, কাকলি সেনগুপ্তা। প্যানেলের এডমিন উপদেষ্টা লিংকন ভূঁইয়া এতে সহযোগিতা করেন।
দ্বিতীয় পর্বে ছিল সঙ্গীত সন্ধ্যা। জনপ্রিয় কন্ঠশিল্পী ছিল কর্ণিয়া, ঢাকা থেকে আগত শিল্পী জুয়েল এবং চট্টগ্রামের মেয়ে শিল্পী পলি শারমিন, অবন্তী। অনুষ্ঠান সঞ্চালন করেন ঢাকা থেকে আগত শারমিন সুমি এবং তাবেদুন নবী শলক। প্রেস বিজ্ঞপ্তি।