এস কে নূর হোসেন মাস্টার আমৃত্যু অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন

হাটহাজারীতে নাগরিক শোকসভায় এম এ সালাম

| রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ১০:৩৪ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা দক্ষিণ মাদার্শা মাদারীপুল রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা এস কে নূর হোসেন মাস্টারের নাগরিক শোকসভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা এস কে নূর হোসেন মাস্টার ছিলেন আগাগোড়া একজন মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ, যৌবনে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে লড়াই করেছিলেন, যুদ্ধ শেষে তিনি মানুষ গড়ার কারিগর হয়ে শিক্ষার মতো মহান পেশাকে সঙ্গী করে নেন। তিনি আমৃত্যু অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন।

ডাক্তার মোহাম্মদ সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন শাহ, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুস গনি চৌধুরী, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরওয়ার চৌধুরী, ইউসুফ সরওয়ার, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আলী সাজ্জাদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ দিদার, নুর ইসলাম মাস্টার, মওলানা হারুন, নুরুল আমিন, মোহাম্মদ নাজিম উদ্দীন মেম্বার, মোস্তফা কামাল, মুছা লিটন, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, মোহাম্মদ আকবর হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ মিনহাজ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডভোকেট সাহাব উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ গঠনে প্রযুক্তি জ্ঞানে দক্ষতা অর্জন করতে হবে
পরবর্তী নিবন্ধদীঘিনালায় অস্ত্র ও গুলি উদ্ধার