হাটহাজারী উপজেলার ১৩নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এস কে নূর হোসেন মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। গত শুক্রবার রাত ১০ টায় নগরের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
কর্মজীবনে তিনি স্থানীয় রহমানিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি হাটহাজারী উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। দুপুরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এসময় এই বীর মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অনার জানান হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার শহিদুল আলম।
বীর মুক্তিযোদ্ধা এস কে নূর হোসেন মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, নগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ্, সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।