সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। ফাইনালে তারা চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে। মোহামেডান আগের দিন প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশকে পরাজিত করেছিল। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ব্রাদার্স ইউনিয়ন ৩–১ গোলে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। টুর্নামেন্টের প্রাথমিক পর্বে এই দু’দলের খেলা ১–১ গোলে ড্র ছিল। গতকালের খেলায় প্রথম গোল করে এগিয়েছিল এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব। খেলার ২২ মিনিটে বামপ্রান্ত থেকে গোলমুখে বল ফেলেন রোমান। সেখানে ব্রাদার্স কিপার ঠিকমত বল গ্রিপে নিতে পারেননি। বল জালে ঢুকে যায় (১–০)। এগিয়ে যায় এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব। কিন্তু এ গোলের রেশ কাটতে না কাটতেই গোল শোধ করে দেয় ব্রাদার্স ইউনিয়ন। পাল্টা আক্রমণ করে তারা। রনির কর্ণার থেকে বক্সে জটলার সৃষ্টি হয়। সেখানে কাউছার আলী রাব্বি গোল করে খেলায় সমতা নিয়ে আসেন (১–১)। এরপর প্রথমার্ধের বাকি সময় আক্রমণ প্রতি আক্রমণ থাকলেও আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাদার্স আক্রমণে যায়। এক পর্যায়ে এস এ ফ্যামিলির গোলকিপার সুমন জলদাশ পরাভূত হলেও পরবর্তীতে তিনি বল রক্ষা করেন। ৬৫ মিনিটের সময় ব্রাদার্স এগিয়ে যেতে সক্ষম হয়। ডিফেন্স থেকে উঠতে থাকা নাসিরউদ্দিন ডানদিকে ফাঁকায় দাঁড়ানো শাহিন আলমকে লম্বা করে পাস বাড়ান। শাহিন ক্রস করেন বক্সে থাকা আমিরুজ্জামান সায়মনকে। সায়মন তা থেকে বল জালে জড়িয়ে দেন (২–১)। ব্রাদার্স এগিয়ে যায়। এরপর গোল শোধে এস এ ফ্যামিলি বেশ চাপ সৃষ্টি করে। কিন্তু ব্রাদার্স রক্ষণভাগের দৃঢ়তায় গোল পাওয়া হয়নি তাদের। তাদের একের পর এক আক্রমণের বিপক্ষে ইনজুরি টাইমে ব্রাদার্স ইউনিয়ন আবারো এগিয়ে যায়।
পাল্টা আক্রমনে উঠে ব্রাদার্সের কাউছার আলী রাব্বি এস এ ফ্যামিলির জালে বল পাঠান (৩–১)। এস এ ফ্যামিলির পক্ষে গোল পরিশোধের জন্য বাকি সময় আর যথেষ্ট ছিল না। গতকালের খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন ব্রাদার্স ইউনিয়নের পক্ষে দুই গোল করা মো. কাউছার আলী রাব্বি। খেলা শেষে তার হাতে ম্যান অব দা ম্যাচের পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং নগদ ২,০০০ টাকা তুলে দেন ওপিএ এর সভাপতি ও সিজেকেএস কাউন্সিলর মো. ইয়াকুব, এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের সভাপতি শাহ আলম, চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরণ, সিজেকেএস ক্লাব সমিতি সদস্য আজিজুল মাওলা, কল্লোল সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক সালাউদ্দিন জাহেদ। আগামী ২৯ নভেম্বর শনিবার, দুপুর ২.৩০ টায় সিসিএস মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন পরস্পরের মোকাবেলা করবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।











