আলোচিত ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার বেসরকারি খাতের চতুর্থ প্রজন্মের এ দুই ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলের পর চার ব্যাংকের পরিচালনা পর্ষদে এস আলমের কেউ রইল না।
ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক সাংবাদিকদের এ দুই ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া এবং নতুন পর্ষদ গঠনের তথ্য দিয়েছেন। এর আগে ‘জোরজবরদস্তি’ নিয়ন্ত্রণ নেওয়া ইসলামী ব্যাংক বাংলাদেশ ও সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের প্রতিনিধিদের সরিয়ে দিয়ে নতুন পর্ষদ গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। এদিন ইউনিয়ন ও গ্লোলাব ইসলামী, দুই ব্যাংকেই স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। খবর বিডিনিউজের।
ইউনিয়ন ব্যাংকে চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মু ফরীদ উদ্দীন আহমদকে। তাছাড়া বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোঃ হূমায়ুন কবির, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক উপ–ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শহীদুল ইসলাম জাহীদ ও চার্টাড অ্যাকাউন্টেন্ট শেখ জাহিদুল ইসলামকে পরিচালক করা হয়েছে। গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে মেঘনা ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ নুরুল আমিনকে। তার পাশাপাশি অন্য স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. জামাল মোল্লা, ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম খলিফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু হেনা রেজা হাসান ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মুঃ মাহমুদ হোসেনকে।