এস আলমের এসএস পাওয়ারের কর অব্যাহতি বাতিল

| বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৬ পূর্বাহ্ণ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সুবিধা পাওয়া আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ারআই লিমিটেডকে দেওয়া পাঁচ বছর আগের আয়কর ছাড়ের সুবিধা বাতিল করা হয়েছে। গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত এসআরও জারি করেছে। ২০১৯ সালের ১৩ মার্চ জারি করা অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আয়কর) এক প্রজ্ঞাপন বলে এত দিন এ করছাড়ের সুবিধা পেয়েছে এসএস পাওয়ারআই লিমিটেড। খবর বিডিনিউজের।

ওই প্রজ্ঞাপনে বলা ছিল, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এবং এসএস পাওয়ার আই লিমিটেডের মধ্যে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি সই হওয়া ইমপ্লিমেন্টেশান এগ্রিমেন্টের সেকশন ১২ দশমিক ২ এ উল্লিখিত লেন্ডার কর্তৃক এসএস পাওয়ার আই লিমিটেডকে প্রদত্ত ঋণ থেকে উদ্ভূত ফির আয়ে প্রদেয় আয়কর অব্যাহতি দেওয়া হল। নতুন প্রজ্ঞাপনে আগের প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করা হয়। নতুন প্রজ্ঞাপন কার্যকর হবে আগামী ১ জানুয়ারি থেকে। এসএস পাওয়ারের তথ্যানুযায়ী, ১৩২০ মেগাওয়াট সক্ষমতার এসএস পাওয়ার প্ল্যান্ট নির্মাণে বিনিয়োগ করা হয় প্রায় ২৮ হাজার কোটি টাকা। প্রকল্পটিতে এস আলম গ্রুপের অংশীদারত্বের পরিমাণ ৭০ শতাংশ। বাকি ৩০ শতাংশের মালিকানায় রয়েছে চীনা কোম্পানি সেপকো থ্রি ও এইচটিজি।

পূর্ববর্তী নিবন্ধফিরোজ আহমেদ ও মো. ফজলুর রহমান এবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত
পরবর্তী নিবন্ধসাবেক এমপি নিজাম হাজারীর ব্যাংকে লেনদেন ৫৪৮ কোটি টাকা : দুদক