অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে
কুয়াশার পর্দা সরিয়ে তুমি এলে
আমার এই শহরে।
এখন আমি চাইলেই যখন তখন
তোমার বাসার নিচে দাঁড়িয়ে
তোমাকে বারান্দায় এসে দাঁড়ানোর
আবদার করতে পারি।
এই দেখো কাঁঠগোলাপের ঘ্রাণে
ঝি ঝি পোঁকারা গান গাঁয় আজ আপন মহিমায়
তোমার আঙ্গিনায় অক্টোবরের নিবিড় সন্ধায়,
মায়াবতী চলে এসো আমার শহরে
নিঃশব্দ গতিতে রঙিন শাড়ি পরে।
একদিন আমরা হারিয়ে যাবো এই শহরের
নান্দনিক সন্ধায়,
আর সেদিন আমি শুধু উপভোগ করবো
তোমার শুভ্রতাকে।