এসকেআইএফ কারাতে চ্যাম্পিয়নশিপ ও দ্বিতীয় সেমিনার,ড্যান গ্রেডিং অনুষ্ঠিত

| মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১:০৫ অপরাহ্ণ

সোতোকান কারাতেদো ইন্টারন্যাশনাল ফেডারেশন (এসকেআইএফ) আয়োজিত প্রথম জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ এবং দ্বিতীয় সেমিনার ও ড্যান গ্রেডিং ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। ৮টি দেশ যথা বাংলাদেশ, জাপান, ভারত, মিয়ানমার, নেপাল, সিরিয়া, যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা এই প্রতিযোগিতা ও সেমিনারে অংশগ্রহণ করে। এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা ৮ জনেরও বেশি প্রশিক্ষক সরাসরি অংশগ্রহণ করে প্রশিক্ষণ প্রদান করেন। দিনব্যাপী সেমিনার শেষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাপানি কারাতে কোচ শিহান কিতামুরা সান এবং শিহান মানাবু মুরাকামি সান অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করেন। বিশেষ কৃতিত্বের সাথে অংশগ্রহণ করেন ফ্রিডম ফাইটার ক্লাবের সেন্সি প্রিন্স গোমেজ। তিনি উক্ত সেমিনার ও চ্যাম্পিয়নশিপ থেকে সার্টিফিকেট অর্জন করেন। এর আগে তিনি ২০২২/২৩ সালে সরকারি প্রশিক্ষণ কর্মসূচির আওতায় বিভিন্ন স্কুলে কারাতে প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রামের বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলেও নিয়মিত কারাতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিযোগিতা শেষে সেন্সি প্রিন্স গোমেজ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ওস্তাদ মংলাফি এবং ওস্তাদ ডেভিড গোমেজের প্রতি।

পূর্ববর্তী নিবন্ধঅবসর ভেঙে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ফিরলেন ডি কক
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গ্রীষ্মকালীন স্কুল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন