এসএসসি ২০০৯ ও এইচএসসি ২০১১ ব্যাচের শিক্ষার্থীদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। দেশের ৫৩টি জেলা এবং প্রবাসে ২২টি দেশে একযোগে এটি পালন করা হয়। এর মধ্যে চট্টগ্রামের শিক্ষার্থীরা নগরীর একটি রেস্টুরেন্টে মিলনমেলার আয়োজন করে। সকাল ১১টায় শুরু হওয়া উক্ত মিলনমেলায় ছিল কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও ব্যাচের শিক্ষার্থী বেলালের মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন। এরপর দুস্থদের মাঝে ও পথশিশুদের মাঝে টি-শার্ট বিতরণ, সাংস্কৃতিক প্রোগ্রাম (শাহরুখের ‘কালারস’), র্যাফেল ড্র, গিফট বিতরণ ও কেক কাটা হয়।
দি ইনভিন্সিবল ৯/১১ পরিবারের সদস্য আব্দুল্লাহ আল মামুন ও তৌহিদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুইজউদ্দিন মুহিত, আরফাদ, মিনহাজুল আবেদিন মুন্না, আবদুল হাকিম ফয়সাল, হেমায়েত উদ্দিন চৌধুরী ডেনিম, মিথুন, গিয়াস, নাহিদা, ওয়াহেদ, ফরহাদ, আয়েশা, রানা, সাজ্জাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।