ডেঙ্গু এবার কেড়ে নিয়েছে এসএসসি পরীক্ষার্থী কিশোরের প্রাণ। গতকাল মো. কামরুল হাসান আলভি নামের ১৫ বছর বয়সী ওই কিশোরের এসএসসি পরীক্ষার ফরম পূরণের দিন ছিল। সহপাঠীরা যখন পরীক্ষার ফরম পূরণের প্রস্তুতি নিচ্ছিল, আলভি তখন আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অবশেষে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে গতকাল বিকেল ৩ টা ৪০ মিনিটে নিভে যায় তার জীবন প্রদীপ। নগরীর আগ্রাবাদ হাউজিং সোসাইটিতে পরিবারের সাথে থাকতো সে। ছেলের মৃত্যুতে শোকবিহ্বল হয়ে পড়েন আগ্রাবাদ তালেবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মা নাঈমা সুলতানা ও বাশঁখালী আলাওল সরকারি কলেজের শিক্ষক বাবা আতাউর রহমান। নাঈমা–আতাউর দম্পতির দুই ছেলের মধ্যে আলভি বড়। তার ছোট ভাইও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বর্তমানে সে সুস্থ আছে।
মা ও শিশু হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৮ নভেম্বর আলভিকে মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। এর দুইদিন পর অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যায় হালিশহরস্থ হাউজিং সেটেল্ড স্কুল এন্ড কলেজের এই শিক্ষার্থী।
আলভির নিকটাত্মীয় চান্দগাঁওস্থ হাসান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা শারমিন জানান, ডেঙ্গুতে প্রতিদিনই কারো কারো প্রাণ ঝরছে। কিন্তু ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিংবা স্বাস্থ্য বিভাগের সেই রকম দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।