এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৭:৫৬ পূর্বাহ্ণ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই প্রকাশ করা হচ্ছে। গতকাল সোমবার ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা শিক্ষা বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছিলেন, ১০ জুলাই এই ফলাফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। পরে তিনি বলেন, এদিনই (১০ জুলাই) ফলাফল প্রকাশ হবে। গত ১০ এপ্রিল ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিতঅনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল। তবে এ বছর অনুপস্থিত পরীক্ষার্থী বেশি ছিল।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধবিদ্রোহী ৩ জাপা নেতাকে বাদ দিলেন জিএম কাদের