চট্টগ্রাম বন্দরনগরী ওমর শাহ পাড়া মডেল হাই স্কুলে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে এস এস সি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও বিদায় সংবর্ধনা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। শিক্ষিকা সুমি আক্তারের সঞ্চালনায় স্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মো. আবু নাছের। প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী।
বিশেষ অতিথি ছিলেন বন্দর থানা ছাত্রলীগের সহ সভাপতি মো. ওমর ফারুক নয়ন। প্রধান অতিথি সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহবান জানান।এতে উপস্থিত ছিলেন রামিসা জান্নাত, হোসনেয়ারা আক্তার সাথী, শিমু আক্তার, সুমি বেগম প্রমুখ। এসময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।হাফেজ ক্বারী মাওলানা মো. লোকমান হোসেন মুনাজাত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












