এসএসসির ৭৬,০৪২ টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন

চট্টগ্রাম শিক্ষা বোর্ড

| বুধবার , ২২ মে, ২০২৪ at ১০:১৩ পূর্বাহ্ণ

আজাদী প্রতিবেদন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে সর্বমোট ৭৬,০৪২ টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করা হয়েছে। গতকাল শিক্ষা বোর্ড এ তথ্য প্রকাশ করেছে। এর মধ্যে বাংলা বিষয়ের খাতা পুনঃনিরীক্ষার আবেদন করা হয়েছে ৪ হাজার ৫০০টি, ইংরেজি বিষয়ের আবেদন জমা পড়েছে ৯ হাজার ৮২৫টি, গণিত বিষয়ের ৮ হাজার ২৯টি, ইসলাম ধর্ম বিষয়ে ৩ হাজার ৭৪৩টি, হিন্দু ধর্ম বিষয়ে ৬৯টি, উচ্চতর গণিত বিষয়ের ৪ হাজার ৪১৮টি, বিজ্ঞান বিষয়ে ৪ হাজার ৬শ টি, কৃষি শিক্ষা বিষয়ে ১ হাজার ৫১৭টি, পদার্থ বিজ্ঞান বিষয়ে ৪ হাজার ৫৭৩টি, রসায়ন বিষয়ে ৪ হাজার ৯৫৮টি, জীব বিজ্ঞান বিষয়ে ৩ হাজার ৯২০টি,

পৌরনীতি বিষয়ে ৮৩৬টি, ব্যবসায় উদ্যোগ বিষয়ে ২ হাজার ৭৪টি, হিসাববিজ্ঞান বিষয়ে ২ হাজার ৩১৮ টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ৫ হাজার ৮০৫ টি, গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ে ৬২৮ টি, ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে ১ হাজার ৩১২, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ে ২৩২ টি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ১ হাজার ২০৫টি আবেদন জমা পড়েছে। গত ১২ মে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষার পরদিন থেকে ৭ দিন খাতা পুনঃনিরীক্ষার আবেদন করা হয়েছে। আগামী ১২ জুন নাগাদ পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে বোর্ড সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচাটগাঁইয়া বাবর আলীর এবার লোৎসে জয়
পরবর্তী নিবন্ধভোটকেন্দ্র দখল করা নিয়ে সংঘর্ষে চবি ছাত্রলীগের দুই পক্ষ