এসএসসির সনদ নিয়ে ডাক্তারি, লাখ টাকা জরিমানা

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৪:৩৯ পূর্বাহ্ণ

রাউজানে ‘এসএসসি পাশের সনদ নিয়ে’ চিকিৎসা করার অপরাধে অভিজিৎ সেন প্রকাশ রাজীব (৪৩) নামে একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার রাউজান পৌর সদরের জলিল নগর বাস স্ট্যান্ড এলাকার আমানত মার্কেটের দ্বিতীয় তলায় কথিত ওই ডাক্তারের সাজানো চেম্বারে এই অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা। দণ্ডপ্রাপ্ত রাজীব স্থানীয় ঢেউয়াপাড়ার প্রদীপ সেনের ছেলে। তিনি নিজের নামে সাইনবোর্ড ও প্যাড ছাপিয়ে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা বলেন, অভিজিৎ সেন প্রকাশ রাজীব এসএসসির সনদ নিয়ে ডাক্তারি করছিল। আইনানুসারে বিএমডিসি’র সনদ ব্যতিত কোনো ব্যক্তি ডাক্তার লিখে চিকিৎসা দিতে পারে না। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল আইন ২০১০ এর ২৯/২ এবং মেডিকেল প্র্যাকটিস বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি আইন ১৯৮২ এর ১৩ () ধারা মোতাবেক তাকে ১ লাখ টাকার অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনগরীতেও বিক্ষোভ
পরবর্তী নিবন্ধএস আলম, পি কে হালদারের বিরুদ্ধে দুদকের ৩ মামলা