এসএসসির পর এইচএসসি পরীক্ষায়ও মা-মেয়ে একসঙ্গে

| সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

নীলফামারীর ডিমলায় একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া মা-মেয়ে এইচএসসি পরীক্ষায়ও বসেছেন। গতকাল রোববার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ৩৫ বছর বয়সী মারুফা আক্তার এবং তার মেয়ে শাহী সিদ্দিকা। মা-মেয়ে দুজনই উপজেলার শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২০ সালে মেয়ের সঙ্গে এসএসসি পরীক্ষাও দেন মা। সে পরীক্ষায় মেয়ে শাহী সিদ্দিকার চেয়েও ভালো রেজাল্ট করেছিলেন মারুফা। মেয়ে জিপিএ-৩ আর মা পেয়েছিলেন জিপিএ-৪ দশমিক ৬০ পয়েন্ট। তারপর তারা একই কলেজে ভর্তি হন। মারুফা কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে ডিমলা বিএম কলেজ কেন্দ্রে এবং মেয়ে শাহী দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে বিজ্ঞান শাখা থেকে ডিমলা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। খবর বিডিনিউজের।

ডিমলা উপজেলার পুন্যারঝার গ্রামের মাছ ব্যবসায়ী সাইদুল ইসলামের স্ত্রী মারুফা আক্তার। ২০০৩ সালে দশম শ্রেণিতে পড়া অবস্থায় অভিভাবকদের ইচ্ছেতে মাত্র ১৫ বছর বয়সে তাকে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল। বিয়ের পর পড়াশোনা বন্ধ হলেও মারুফা মনে পুষে রেখেছিলেন অদম্য ইচ্ছে। এরই মধ্যে একে একে কোলে আসে চারটি সন্তান; লালন-পালনে কেটে যায় দীর্ঘ ১৫টি বছর। সন্তানদের মধ্যে শাহী সিদ্দিকা সবার বড়। বড় ছেলে দশম শ্রেণির শিক্ষার্থী। তৃতীয় সন্তান অষ্টম এবং সবার ছোট মেয়ে পড়ছে পঞ্চম শ্রেণিতে। বড় মেয়ে শাহী নবম শ্রেণিতে পড়া অবস্থায় মা মারুফারও ইচ্ছে জাগে পড়াশোনা শুরু করার।

পূর্ববর্তী নিবন্ধআজ উচ্চারকের কাঁদতে আসিনি…
পরবর্তী নিবন্ধমহসিন কলেজের পুনর্মিলনীর রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি