এসএসসিতে একেখান ইউসেপ টেকনিক্যাল সু্কলের সাফল্য

| সোমবার , ৩১ জুলাই, ২০২৩ at ১০:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের একেখান ইউসেপ টেকনিক্যাল স্কুল হতে ১১৫ জন, ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুল হতে ২০ জন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ইউসেপ মাবিয়া রশিদিয়া টেকনিক্যাল স্কুল হতে ৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। পাশের হার ১০০%। এদের মধ্যে জিপিএ ৫.০০ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ৫০ জন।

উল্লেখ্য, ‘কর্মমুখী শিক্ষা কর্মসংস্থানের প্রধান সহায়ক’ এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের প্রিয় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শহর অঞ্চলের সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক ও কর্মমুখী শিক্ষা দিয়ে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইউসেপ বাংলাদেশ পরিচালিত চট্টগ্রাম শহরের কালুরঘাট অঞ্চলে প্রতিষ্ঠিত একেখান ইউসেপ টেকনিক্যাল স্কুল। প্রতিষ্ঠানটি অতি সুনামের সাথে বিভিন্ন ট্রেড কোর্সে কারিগরি প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহিনকে পাওয়া যাচ্ছে না
পরবর্তী নিবন্ধকেডিএস ও এপিক হেলথ কেয়ারের স্বাস্থ্যসেবা চুক্তি