এসএমইসহ প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ

| রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৫:১৩ পূর্বাহ্ণ

করোনা মহামারি পরিস্থিতিতে এসএমইসহ সব খাতের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়নে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম। সিলেট বিভাগের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও অঞ্চল প্রধানদের সঙ্গে কোভিড-১৯ পরিস্থিতিতে প্রণোদনা প্যাকেজ ও এসএমই কার্যক্রম বাস্তবায়নসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ নির্দেশ দেন সচিব। সভায় সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খবর বাংলানিউজের।
করোনা মহামারি পরিস্থিতিতে দেশের অর্থনীতি বিপর্যস্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে ১ লাখ ৩ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) জন্য বরাদ্দ দেন ২০ হাজার কোটি টাকা। কিন্তু এই খাতের উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণে ব্যাংকগুলো সেভাবে এগিয়ে না আসলে প্রধানমন্ত্রী ঘোষিত প্যাকেজ বাস্তবায়নে শক্ত অবস্থান নেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম।
তিনি তার মন্ত্রণালয়ের অধীনে থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো নিয়ে সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের জন্য সক্রিয়ভাবে এগিয়ে এসেছেন এবং চলতি অক্টোবর মাসের মধ্যে এই খাতের উদ্যোক্তাদের মধ্যে প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ নিশ্চিত করতে কার্যকরী উদ্যোগ নিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে সিলেটের সভায়ও প্রণোদনা প্যাকেজের লক্ষ্যমাত্রা পূরণে শক্তভাবে নির্দেশ দিয়েছেন মো. আসাদুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক সভায় চলতি অক্টোবর মাসের ৩১ তারিখের মধ্যে সিএমএসএমইখাতে প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রণোদনা প্যাকেজ ঘোষণার মাধ্যমে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের ব্যবসায় ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা দিয়েছেন তা নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে বাস্তবায়নে ওই সভায় কঠোরভাবে নির্দেশ দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধশিরোপায় চোখ রিয়াদ শান্ত, তামিমের
পরবর্তী নিবন্ধকুকুরের চোখে ‘এআর চশমার’ পরীক্ষা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী