এস.অ্যান্ড.ডি মজুমদার ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসহায় ও দু:স্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ গতকাল সোমবার নগরীর মোমিন রোডস্থ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন পরিষদ জেলা সভাপতি অ্যাড. নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার রাকিবুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন এস.অ্যান্ড.ডি মজুমদার ট্রাস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার মজুমদার। বিশেষ অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী ও ইন্দু নন্দন দত্ত। স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ জেলার সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন। বক্তারা বলেন, মানব সেবাই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। মানবসেবার মধ্যদিয়ে ঈশ্বরকে লাভ করা যায়। সুবিধাবঞ্চিতরা বৃহত্তর মানব সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের পিছিয়ে রেখে সমাজ কখনো এগিয়ে যেতে পারে না। মজুমদার ফাউন্ডেশন জন্মলগ্ন থেকে সমাজ ও মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।