এশিয়া কাপ ট্রফি ইউএই বোর্ডে জমা দিয়েছেন নকভি

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৬:৩৫ পূর্বাহ্ণ

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি এশিয়া কাপ ফাইনালের পর ট্রফি নিজের কাছে রেখে দিয়েছিলেন। তবে গতকাল একাধিক সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ জানিয়েছে, বর্তমানে এশিয়া কাপের ট্রফি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ক্রিকেট বোর্ডের কাছে আছে। তবে সেটি কবে এবং কীভাবে ভারতের হাতে পৌঁছাবে তা এখনও নিশ্চিত নয়। ফাইনালের পর বিজয়ী ভারতীয় দলকে ট্রফি না দেওয়ায় বিসিসিআই (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) তার অভিশংসনের দাবি তুলেছে বলে জানা গেছে। এনডিটিভি সূত্রে জানা যায়, বিসিসিআইয়ের একাংশের নেতৃত্বে সমপ্রতি অনুষ্ঠিত এসিসির ভার্চুয়াল বৈঠকে নাকভিকে সরাসরি চ্যালেঞ্জ জানানো হয়। কর্মকর্তাদের অভিযোগ, নকভি দায়িত্ব ও প্রটোকল ভঙ্গ করেছেন, যা স্পষ্টভাবে ‘অফিসের অপব্যবহার’।নকভির বিরুদ্ধে বিসিসিআই’র মূল অভিযোগগুলো হলো : দায়িত্ব ও প্রটোকল লঙ্ঘন: বিজয়ী ভারতীয় দলকে ট্রফি না দেওয়া, যা এসিসি সভাপতির মৌলিক দায়িত্বের পরিপন্থী। স্বার্থের দ্বন্দ্ব ও অসদাচরণ: ব্যক্তিগত বা রাজনৈতিক ক্ষোভ থেকে নেওয়া সিদ্ধান্ত, যা ন্যায্য খেলার চেতনার পরিপন্থী। রাজনীতিকে খেলায় টেনে আনা: আঞ্চলিক ক্রিকেট সংস্থার নিরপেক্ষ ভূমিকা থেকে সরে গিয়ে জাতীয় আবেগকে প্রাধান্য দেওয়া।

বিসিসিআই কর্মকর্তারা নকভিকে স্পষ্ট করে বলেন, ‘ট্রফি কোনো ব্যক্তির সম্পত্তি নয়। এটি বৈধভাবে ভারতের। একইসঙ্গে তারা দাবি করেন নকভিকে আনুষ্ঠানিকভাবে সূর্যকুমার যাদবের দলকে অভিনন্দন জানাতে হবে। কিন্তু নকভি তা করেননি। যদিও এসিসি এ ঘটনায় ‘দুঃখ প্রকাশ’ করেছে কিন্তু নকভি এখনও প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেননি। বিসিসিআই জানিয়েছে, বিষয়টি তারা আইসিসি পর্যন্ত নিয়ে যাবে এবং আসন্ন নভেম্বরের বৈঠকে এ নিয়ে আলোচনা হবে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় দাবায় সপ্তমবার চ্যাম্পিয়ন নিয়াজ মোরশেদ
পরবর্তী নিবন্ধএনসিএল টি-টোয়েন্টিতে টানা তৃতীয় জয় চট্টগ্রামের