এশিয়া কাপে ক্রিকেটে বাংলাদেশের তিনটি ম্যাচই হবে আবুধাবিতে

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৪ আগস্ট, ২০২৫ at ৯:০৪ পূর্বাহ্ণ

সপ্তাহখানেক আগে এশিয়া কাপের সূচি প্রকাশ করা হলেও তখন চূড়ান্ত করা হয়নি ভেন্যু ও ম্যাচ শুরুর সময়। এবার সেটা ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। দুটি মাঠে হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতা। এসিসি গত শনিবার এক বিবৃতি দিয়ে জানায়, আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম ও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে এশিয়া কাপের ম্যাচগুলো। আর একটি ছাড়া সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের তিনটি ম্যাচই খেলবে আবুধাবিতে। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে লড়াই দিয়ে আসরে পথচলা শুরু করবে লিটন কুমার দাসের দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। প্রথম ম্যাচের একদিন পর লঙ্কানদের মুখোমুখি হবেন লিটনমুস্তাফিজরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৬ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ আফগানরা। এবারও একই গ্রুপে রাখা হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানকে। আগামী ১৪ সেপ্টেম্বর তাদের হাইভোল্টেজ লড়াইটি হবে দুবাইয়ে। ‘এ’ গ্রুপের অন্য দুই দল ওমান ও স্বাগতিক আরব আমিরাত। টুর্নামেন্টে কেবল ১৫ সেপ্টেম্বর দুই ম্যাচ মাঠে গড়াবে। তাই আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতওমানের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। দুবাইয়ে সেদিন হংকংয়ের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ম্যাচটি হবে রাত ৮টায়। দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে পরের ধাপে। সুপার ফোর পর্বে দলগুলো পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।

সেখান থেকে শীর্ষ দুই দল লড়বে ফাইনালে। আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই হবে দুবাইয়ে। ফাইনালসহ ১১ ম্যাচ হবে সেখানে। আর সুপার ফোরের একটিসহ আবুধাবিতে মোট ম্যাচ হবে ৮টি।

পূর্ববর্তী নিবন্ধ৩৮তম থাই কিংস কাপ সেপাক টাকরোতে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ পদক লাভ
পরবর্তী নিবন্ধ‘পাগলু’: মোশাররফ সাফা নতুন নাটকে